কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে মধ্যে যমুনা নদী প্রবাহিত হয়েছে। বর্তমানে নদীটি ভরাট হয়ে সরু খালে পরিনত হয়েছে। প্রাচীন অববাহিকার মধ্যে নদীটি অন্যতম। সেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যেত। যা অত্র এলাকার মানুষের জীবিকার একমাত্র অবলম্বন হিসাবে পরিনত হয়।এ অঞ্জলে নদীর মধ্যে উল্লেখ যোগ্য হল বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে মিশে আছে কালন্দী নদী। এই নদীতে ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নের অনেক লো্ক মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এ অঞ্জলের মানুষের প্রধান পেশা হিসেবে তারা মাছ শিকার করে থাকে । এই নদীর তীরে অবস্থিত বাঁশঝাড়িয়া বন। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই নদী। উকশা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সম্প্রতী গরু পারাপারের ব্যবস্থা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যাতায়াতের জন্য এই নদীতে লঞ্চ স্টিমারের ব্যবস্থা রয়েছে। জেলেরা নৌকা নিয়ে এই নদীতে মাছ ধরে। এছাড়া ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে গেছে বিভিন্ন খাল।
ছবি